আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘মামলা করতে চাইলে বাধা দেওয়া যায় না, তবে মামলা হলেই গ্রেফতার করা যাবে না’
নিউজ ডেস্ক
-
প্রকাশিত:
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
-
১
বার পড়া হয়েছে

মামলা করতে চাইলে কাউকে বাধা দেওয়া যায় না, তবে মামলা হলেই গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় তিনি জানান, বছরে ৫ লাখের অধিক মামলা জট তৈরি হয়। তবে নির্দোষ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভার পরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইন উপদেষ্টা বলেন, ‘মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বারবার বলা হয়েছে, অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়।’
এছাড়া আদালতের পক্ষ থেকেও এ ব্যাপারে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব, সে চেষ্টা করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন