1. live@deshkallyan.online : দেশ কল্যাণ : দেশ কল্যাণ
  2. info@www.deshkallyan.online : দেশ কল্যাণ :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭  বৈষম্যবিরোধী আন্দোলনের আরিফুল ইসলাম সজল যেন এক সুপার মানব একই ঘটনায় একই ব্যক্তি দুই থানায় মামলা নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগ বিএনপি ও যুবলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একই ঘটনায় পৃথক ২ থানায় মামলা এখনো পদক্ষেপ নেইনি প্রশাসন ঠিকাদারি লাইসেন্সের জন্য বাবার হয়ে ক্ষমা চাইছি: উপদেষ্টা আসিফ  অবশেষে কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ – বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে ৫ টি বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসবে মব জাস্টিস অনেক হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগ বিএনপি ও যুবলীগ নেতার বিরুদ্ধে

রুহুল আমিন ধামরাই থেকে
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গাজী খালী নদীর গতিপথ বন্ধ করে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে। এর সাথে জড়িত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও একই ইউনিয়নের প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, নান্নার ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক এবং যুবলীগ নেতা সাইফুল এর বিরুদ্ধেও। তবে মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম মিলে ইট ভাটার ব্যবসাও করেন।

নদীর গতিপথ বন্ধ ও ফসলি জমির মাটি কাটার দৃশ্য দেখা যায় উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা এলাকায় গাজীখালি নদীর গতিপথ বন্ধ করে নদীর মাঝ বরাবর মাটি ইটের আধলা দিয়ে রাস্তা তৈরি করে ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করছে মাটি খেকুরা। তারা রাজনৈতিক দলের সাথে জড়িত। পানি নিষ্কাশন বন্ধ করে রাস্তা বা ডাইভেশন তৈরি করায় ব্যাহত হচ্ছে পানির প্রবাহ ও কৃষি জমির সেচ কাজ। অপরদিকে ফসলি জমিতে এসকেভেটর (ভেকু) মেশিন বসিয়ে ২০ থেকে ২৫ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে ওই ক্ষমতাধর রাজনৈতিক দলের প্রভাবশালী মহলটি। এতে করে হুমকিতে পড়েছ ধাইরাসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের অধিকাংশ ফসলি জমি। একটি জমির মাটি কাটার ফলে পাশের জমি ভেঙে পড়ছে। নদীতে বাধ নির্মান করে ট্রাক চলাচলের জন্য মাটির লিক চলছে। সন্ধ্যার শুরুতেই ভেকু চালু হয় এবং ড্রাম ট্রাক ভরে মাটি যায় আশ পাশের কয়েকটি ইট ভাটায়। দিনের বেলায় মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী নান্নার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন দির্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে মাটি ব্যবসা করে আসছে। কেউ কিছু বলতে সাহস পায় না। তার সাথে যুক্ত রয়েছেন নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, নান্নার ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, যুবলীগ নেতা সাইফুল। দির্ঘদিন ধরে নদীতে বাধ নির্মাণ করে নদীর অপরপাশের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। মোশারফের নেতৃত্বে বছরের পর বছর মাটির লিক চলেছে। মাটি কাটার কাজ চলে সারারাত ধরে। যারা মাটি কাটে তারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারি না। আগে মোশাররফ ও সাইফুলের নেতৃত্বে মাটির লিক চলতো এখন নজরুল ও ছানোয়ারের নেতৃত্বে চলছে। এরা যেন মুদ্রার এপিঠ ওপিঠ।

তারা আরো বলেন, আমরা প্রশাসনকে জানালে মাটি ব্যবসায়ীরা আমাদের ক্ষতি করতে পারে । তাদের এভাবে কৃষি জমির মাটি লুটের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলোবালিতে বাড়িঘরের পরিবেশ নষ্ট হচ্ছে।

নুরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করে মাটি কেটে নিচ্ছে মোশাররফ, নজরুলরা, আবু বকর সিদ্দিক। কেউ কিছুই বলতে সাহস করে না। সন্ধ্যা নামলেই মাটির ট্রাক চলাচল করতে শুরু করে। এভাবে চলতে থাকে ভোর পর্যন্ত।

ধাইরা এলাকার কয়েকজন নারী বলেন,সারাদিন রাত মাটির ট্রাক চলাচলের কারণে আমাদের বাড়ি ঘর ধুলায় ভরে যায়। কোন কথাই এরা শুনে না। আমরা প্রতিবাদ করলেও কোন লাভ নেই।যারা মাটি কাটে তারা প্রভাবশালী ব্যক্তি। তাদের বিরুদ্ধে কোন কথা বলা যাবে না।

মাটি কাটার বিষয়ে মাটি ব্যবসায়ী আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন বলেন, সবাইকে ম্যানেজ করেই মাটি কাটি। প্রশাসন যদি অনুমতি না দেন তাহলে কি এই ব্যবসা করা যায়। কিন্তু প্রশাসনের কোন পারমিশন তিনি দেখাতে পারেন নি।

অপরদিকে নাটের গুরু নান্নার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি কথায় কথায় বলেন, আমি এসব করি না। ওরা করে। কিন্তু সকল কিছুই ঘটে নজরুলের ইশারায়। ধরাছোঁয়ার বাইরে থেকে মোশাররফ হোসেন ও ছানোয়ার, যুবলীগ নেতা সাইফুলদের দিয়ে কাজ করান। বিভিন্ন জনকে ম্যানেজ করেন নজরুল। আগেও আওয়ামী লীগের সাথে মিলে মাটি ও ইট ভাটার ব্যবসা চালিয়ে যাচ্ছেন দির্ঘদিন ধরে। এখন আবার নিজেই এ ব্যবসার নেতৃত্ব দিয়ে থাকেন। নজরুল গংদের কাছে এলাকার সাধারণ জনগণ জিম্মি হয়ে পড়েছে।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, আমরা অতি দ্রুত ব্যবস্থা নিবো। কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন সবসময় কর্মতৎপর রয়েছেন। ইতিপূর্বে আমরা অসংখ্য ভেকুজব্দ সহ মাটি কাটা বন্ধ করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট